রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
একদিনে আরও ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত, একজনের মৃত্যু আড়াই বছরে পূর্ণ কুরআন হাতে লিখল ভারতীয় শিশু  এবার কোনো হজযাত্রীকে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার চালু করতে আইনি নোটিশ ‘আমাকে বলা হচ্ছিল জুলাইয়ের প্রথম শহীদ, বাধ্য হয়ে ভিডিওবার্তা দিই’ মিটফোর্ড হত্যাকাণ্ড জাহিলিয়াতকে হার মানিয়েছে: ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? ৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির

ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব প্রত্যাহারকে স্বাগত জানাল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব থেকে সরে আসার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। ট্রাম্প এর আগে দুই মিলিয়নেরও বেশি গাজাবাসীকে স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব দিলে তা বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি হয়।

বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে বৈঠকে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘গাজা থেকে কেউ কোনো ফিলিস্তিনিকে বহিষ্কার করছে না।’ তার এ মন্তব্যের পরই হামাস কর্মকর্তা বিবৃতি দিয়ে স্বাগত জানান।

বিবৃতিতে কাসেম বলেন, ‘যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার কোনো ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে, তাহলে তা স্বাগত জানানো হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ইসরাইলি দখলদারদের যুদ্ধবিরতি চুক্তির সমস্ত শর্ত বাস্তবায়নে বাধ্য করার মাধ্যমে এই অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানাই।’

গত মাসে ট্রাম্প গাজা দখলের প্রস্তাব দেন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ফিলিস্তিনি জনগোষ্ঠীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করে প্রতিবেশী দেশগুলোতে বসবাসের পরামর্শ দেন। তিনি তার এ প্রস্তাবের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও তার বাইরেও আলোড়ন সৃষ্টি করেন।

বুধবার আরব পররাষ্ট্রমন্ত্রীরা গাজার পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য কাতারে মধ্যপ্রাচ্য-বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের সাথে বৈঠক করার পর ট্রাম্পের স্পষ্টতই পাল্টা পদক্ষেপ আসে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, কাতার, জর্ডান, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব বৈঠকে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, আরব পররাষ্ট্রমন্ত্রীরা গাজা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিত আরব লীগ শীর্ষ সম্মেলনে অনুমোদিত হয়েছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ