মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় : মাওলানা ইমতিয়াজ আলম বিএনপির সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন রাশেদ খাঁন মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ জামিন পাননি বাউল শিল্পী আবুল সরকার, শাস্তির দাবিতে বিক্ষোভ ‘দীনি শিক্ষাব্যবস্থায় গুণগত মানের ঘাটতি উদ্বেগজনকভাবে বেড়েছে’ আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই : মাসুদ সাঈদী এবার লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত আয়োজনের ঘোষণা হুমায়ুনের হিলি স্থলবন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে চট্টগ্রাম মহানগর জামায়াতের বৈঠক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে আইনি নোটিশ

গাজা এখন আর আগের গাজা নেই: ফিলিস্তিনি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসিত সরকারের সংস্কৃতিমন্ত্রী আতেফ আবু সাইফ বলেছেন, গাজা উপত্যকা এখন আর আগের গাজা উপত্যকা নেই; এটিকে এখন আর চেনা যায় না। ভয়াবহ ইসরাইলি অপরাধযজ্ঞের মধ্যে ৯০ দিন গাজায় আটকে থাকার পর সম্প্রতি পশ্চিম তীরে ফিরে তিনি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

আবু সাইফ বলেন, ফিলিস্তিনিদেরকে সম্পূর্ণ নতুনভাবে গাজা উপত্যকাকে ঢেলে সাজাতে হবে।  ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো যেদিন ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক অভিযান চালায় সেদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিম তীর থেকে গাজা উপত্যকায় গিয়েছিলেন আতেফ আবু সাঈফ।

৭ অক্টোবরই ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর ভয়াবহ বিমান হামলা শুরু করলে ফিলিস্তিনের এই সংস্কৃতিমন্ত্রী আর অবরুদ্ধ উপত্যকাটি থেকে বের হতে পারেননি। প্রায় ৯০ দিন পর রাফা ক্রসিং দিয়ে মিশর ও জর্দান হয়ে পশ্চিম তীরে পৌঁছে আবু সাইফ আরো বলেন, তিনি গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বেদনাদায়ক দুঃখ-কষ্ট ও ভোগান্তি দেখে এসেছেন। সেখানে তিনি অন্তত ১০০ জন আত্মীয়-স্বজননকে হারিয়েছেন বলেও জানান মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন স্বশাসিত সরকারের এই মন্ত্রী।

গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে বেড়ে ওঠা ৫০ বছর বয়সি এই মন্ত্রী বলেন, যুদ্ধ শেষে তিনি যেদিন আবার গাজায় ফিরে যাবেন সেদিন তিনি আর তার এলাকাকে চিনতে পারবেন না এবং দেখবেন যে, তার বেশিরভাগ আত্মীয়-স্বজন বেঁচে নেই। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, তার এক আত্মীয়র বাড়িতে ইসরাইলি বিমান হামলার পর ধ্বংসস্তুপের নীচ থেকে হতাহতদের উদ্ধারের কাজে তিনি নিজে সহযোগিতা করেন। আবু সাইফ বলেন, আমার সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়া একজন আত্মীয় একটি মৃতদেহ ধ্বংসস্তুপের নীচ থেকে টেনে বের করার পর দেখতে পান যে, এটি তার ১৬ বছর বয়সি ছেলের লাশ।  ফিলিস্তিনের এই মন্ত্রী বলেন, গাজায় যে যুদ্ধ চলছে তা অত্যন্ত বীভৎস।

সূত্র: পার্স টুডে

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ