বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড় ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে ভোটের তিন বাক্স, ইসলামপন্থীদের প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটবে? ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা

ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জমিয়ত মিরপুর জোনের সুধী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর মিরপুর জোনের উদ্যোগে এক উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর দারুসসালাম থানাধীন টালি কো-অপারেটিভ সেন্টারে এ মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম  ও মঈনুদ্দিন মানিক এর যৌথ  সঞ্চালনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সুধী সমাবেশের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

সমাবেশে বক্তারা ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। জমিয়তে উলামায়ে ইসলামের বৃহত্তর মিরপুর অঞ্চলের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল বিএনপির মিরপুরের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন এবং একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সুধী সমাবেশ থেকে জমিয়ত নেতৃবৃন্দ বিএনপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন এবং তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, “দেশ, জাতি ও বাংলাদেশের মুসলমানদের বৃহত্তর কল্যাণের স্বার্থে আমরা বিএনপির সঙ্গে আসন সমঝোতা করেছি। রাষ্টীয় পর্যায়ে ইসলামি মূল্যবোধ সংরক্ষণ বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের বেশকিছু চুক্তি হয়েছে। চারটি আসনে বিএনপি আমাদের সমর্থন দিয়ে জয়যুক্ত করবে এবং আমরা বাকি ২৯৬ আসনে তাদেরকে ভোট দিব। আমরা আশা করছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়ত সরকার গঠন করবে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে যারা একের পর এক বিভিন্ন ইস্যু দাড় করিয়ে দেশকে অস্থিতিশীল করেছে, যারা দেশে আমেরিকার পছন্দের ইসলাম কায়েম করতে চায়, তারা কিছুতেই নির্বাচনে জয়লাভ করতে পারবে না।”

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, জমিয়তের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, পল্লবী থানা জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন —কাউন্দিয়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক মাওলানা লুৎফুর রহমান, রূপনগর থানা জমিয়তের সভাপতি মাওলানা আবুল ফজল, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহ সভাপতি কাউসার আহমাদ, শাহআলী থানা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা ওলিউল্লাহ কাসেমী, মিরপুর থানা জমিয়তের সিনিয়র সহ সভাপতি  মাওলানা সালেহ আহমদ কাসেম, দারুস সালাম থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার ফখরুদ্দিন হোসাইনী, মিরপুর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, রূপনগর থানার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, শাহ আলী থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ মোঃ খালেদ, দারুস সালাম থানার ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল কামাল দারুস সালাম থানার যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাআদ উদ্দিন আসআদ ফাইয়াজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সবুর, মাওলানা ত্বকী মাহমুদ, মাওলানা আবু রায়হান প্রমূখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ