সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ১০ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দিনই তিনি জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন এবং তার সহযোগিতা করলেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু জামায়াতের প্রার্থী মাওলানা লোকমান আহমদের বাসায় যান। এসময় মাওলানা লোকমান আহমদ জোটের প্রার্থী রাজুকে বুকে নিয়ে একসাথে মাঠে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মাওলানা লোকমান আহমদের ত্যাগের নাজরানাকে শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। নির্বাচনে ১০ দলের হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এই আসনে মাওলানা রাজু ছাড়াও জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে জোটের স্বার্থে এই তিন প্রার্থীই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান।
মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে গত ৬ ডিসেম্বর প্রার্থী হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি।
এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেককে। তার সঙ্গেই মাওলানা রাজুর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
আরএইচ/