শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ইলমি ভাবগাম্ভীর্য নিয়ে দেশের প্রাচীন ও বৃহত্তম কওমি শিক্ষাবোর্ড বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা আজ শনিবার (১৭ জানুয়ারি) শুরু হয়েছে।

পরীক্ষা শুরুর প্রাক্কালে বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান তার শুভেচ্ছা দোয়া ও নির্দেশনামূলক বক্তব্যে বলেন,

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা আল্লাহর ফজল ও করমে আজ ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার যথাসময়ে শুরু করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই সুযোগে সারাদেশে শিক্ষার্থী, অভিভাবক, নেগরান, মুমতাহিন, আসাতিযাসহ বেফাক-সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।

এই পরীক্ষা সারাদেশের ২৪০৭টি মারকাজে হিফজ-কিরাআতসহ ৭টি মারহালায় তিন লাখ ৭৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার এবং ছাত্রী দুই লাখ ২৩ হাজার ২০৩ জন।

বেফাক সভাপতি বলেন, সভাপতি হিসাবে আমি বেফাকের সকল কমিটি এবং আমার সহকর্মীগণের পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাচ্ছি।

তিনি বলেন, প্রিয় শিক্ষার্থীরা! তোমরা আল্লাহর নাম নিয়ে, শান্ত মনে, ঠান্ডা মাথায় পরীক্ষায় অংশগ্রহণ করো। আল্লাহ তোমাদের ইলম আমল মেধা ও প্রজ্ঞায় বরকত দান করুন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, এই মুহূর্তে দেশবাসীর প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা কওমী মাদরাসার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুরূপে সম্পন্ন হওয়া এবং পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জীবনের সকল ক্ষেত্রে কামিয়াবির জন্য দোয়া করবেন। পাশাপাশি কওমী অঙ্গনের গুরুত্বপূর্ণ এ পরীক্ষা অনুষ্ঠানে রাষ্ট্র, সরকার, সমাজ ও মিডিয়ার দায়িত্বশীলগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

সারাদেশে বেফাকভুক্ত ৩২৯৬১টি মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ হাজার ৮৩১টি মাদরাসার শিক্ষার্থীরা। বেফাকের ১১তলা নতুন ভবনে আইটি শাখার ব্যবস্থাপনায় প্রযুক্তির সাহায্যে পর্যবেক্ষণকেন্দ্র সারাদেশের হলসমূহ সরাসরি পর্যবেক্ষণ করে থাকে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রতিদিন পরীক্ষা চলাকালীন বেফাকের মনিটরিং সেল উদ্ভুত সমস্যার সমাধান দেয়। বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক পরীক্ষা বিভাগীয় জিম্মাদারগণের সার্বক্ষণিক সহযোগিতায় সেলের কার্যক্রম সমন্বয় করেন।

প্রথম দিনে মনিটরিং সেলে বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী ও সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াসহ মনিটরিং সেলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ