জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যে না যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জানানো হয়, ২৬৮ আসনে হাতপাখার প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ৩২ আসন এখনও বাকি আছে। এই ৩২ আসনে কাদের সমর্থন দেব, সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমাদের ডিসাইট করব। আমাদের আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের ইনশাআল্লাহ আমরা সমর্থন দেব।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই।
আরএইচ/