শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটা সময় ইসলামি ধারার রাজনীতির ঘোর বিরোধী ছিলেন তরুণ আলেম মফুতি আলী হাসান উসামা। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরপর তিনি যোগ দেন খেলাফত মজলিসে। দলটির কেন্দ্রীয় পদও পান। সিলেট-৪ থেকে নির্বাচন করারও কথা ছিল। তবে মনোনয়ন বঞ্চিত হওয়ায় সম্প্রতি তিনি খেলাফত মজলিস ছাড়েন। এবার তার ঠাঁই হলো জামায়াতে ইসলামীতে।

শনিবার (১৭ জানুয়ারি) জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা ভাই।

প্রসঙ্গত, কওমিপড়ুয়া মেধাবী তরুণ আলেম আলী হাসান উসামা বিভিন্ন সময় নানা ইস্যুতে আলোচিত হন। তিনি শেখ হাসিনার শাসনামলে দীর্ঘদিন কারাভোগও করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ