জনপ্রিয় ইসলামী নাশিদ ‘হাদির জিন্দাবাদ’-এর শিল্পী আবু উবায়দা তাঁর সব ধরনের ইসলামিক নাশিদ অনুষ্ঠান আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে অনুষ্ঠান স্থগিতের পেছনের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি শিল্পী।
ফেসবুক পোস্টে আবু উবায়দা লেখেন—
আজ থেকে আমার সব ইসলামিক নাশিদ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করলাম।
যাদের কাছ থেকে অনুষ্ঠান গ্রহণ করেছিলাম, তাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি।
উল্লেখ্য, সম্প্রতি আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিকে কেন্দ্র করে নির্মিত নাশিদ ‘হাদির জিন্দাবাদ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গানটি অল্প সময়ের মধ্যেই হাজারো মানুষের হৃদয়ে স্থান করে নেয় এবং নাশিদপ্রেমীদের মাঝে তুমুল আলোচনার জন্ম দেয়। গানটির কথা লিখেছেন, কবি ও লেখক জিয়া হক।
এমএন/