ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু দেশজুড়ে শোকের আগুন জাগিয়ে তুলেছে। সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যুকে নিয়ে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ, পাশাপাশি বিজ্ঞানীরা শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য প্রতিভাবানও এর মধ্যে রয়েছেন।
অভিনেতা নিলয় আলমগীর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেছেন, "হাদি হয়তো এমন বিদায় চেয়েছিলো। সবার দু’আ আর ভালোবাসা নিয়ে চলে গেল। এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাব।"
সংশ্লিষ্ট এ ঘটনা সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্তব্য করেছেন, "আমাদের ভাই হাদি অনন্তের পথে যাত্রা করেছেন। আব্রাহাম, আবু সাঈদদের মতো হাদি আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!"
দুর্বৃত্তদের গুলিতে আহত শরিফ ওসমান হাদি, চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে ছিলেন, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের পেজে এই তথ্যটি জানানো হয়।
সেখানে উল্লেখ করা হয়েছে, "ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।"
এনএইচ/