শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭

শিরোনাম :

অভিনয় ছাড়ার ঘোষণা লুবাবার, মেনে চলছেন পর্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে ব্যাপক পরিবর্তন এনেছেন। তিনি পুরোপুরি শরয়ি পর্দা মেনে চলা শুরু করেছেন। এবার ঘোষণা দিয়েছেন অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার।

গণমাধ্যমকে তথ্যটি দিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’

জেমি আরও বলেন, ‘লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।’ তবে জেমি জানিয়েছেন, কোনো প্রচারণামূলক ভিডিওতে লুবাবাকে দেখা গেলেও মুখ দেখাবে না সে। থাকবে নিকাবে ঢাকা।

এর আগে লুবাবা বলেছিল, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’

অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা। সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় বেশ প্রশংসা পাচ্ছে সে। 

সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ