সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ।। ১২ মাঘ ১৪৩২ ।। ৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
মৌলভীবাজার–৪ আসনে মাওলানা হামিদীর পক্ষে নামছেন আমিরে মজলিস জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষার অধ্যাদেশ জারি দলের চার প্রার্থীসহ বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে জমিয়তের আহ্বান যশোর-৪ আসনে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিশিষ্ট আলেম মুফতি মুবারকুল্লাহ ভারত-আমেরিকার সঙ্গে গোপন বৈঠক কেন, প্রশ্ন পীর সাহেব চরমোনাইয়ের মাওলানা রাজুর পক্ষে আমিরে মজলিসের নির্বাচনী জনসভা মঙ্গলবার অসুস্থ হাটহাজারীর মুহতামিমকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা মোহাম্মদপুরে দুই মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

দলের চার প্রার্থীসহ বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে জমিয়তের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের পক্ষ থেকে বিএনপি–জমিয়ত জোটের জমিয়তের চারজন প্রার্থীসহ সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন মনিটরিং সেলের নিয়মতান্ত্রিক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

সেলের আহ্বায়ক ও দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সেলের সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো উপস্থিত ছিলেন,দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,সহ-প্রচার সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ কাসেমী,সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার ও ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক জোটের স্বার্থে কাজ করছে। এ ধরনের অভিযোগ সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার জন্য অত্যন্ত উদ্বেগজনক।নির্বাচন কমিশন একটি সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান। এর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ওপরই জনগণের আস্থা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে। কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্বের ধারণা তৈরি হলে তা নির্বাচন ব্যবস্থার প্রতি জনবিশ্বাসকে ক্ষুণ্ন করবে।

নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জোটের প্রতিটি প্রার্থীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি–জমিয়ত জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

তারা আরো বলেন, ভোটকেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে আইনানুগ ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করা নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। জমিয়তের চারজন প্রার্থীসহ বিএনপি–জমিয়ত জোটের সকল প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
জমিয়ত নির্বাচন মনিটরিং সেল আশা প্রকাশ করে যে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের সমর্থনে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থীরা বিজয় অর্জন করবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ