শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭


ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচন এবং বেফাক-হাইয়্যার পরীক্ষার সময়সূচি এগিয়ে আনায় এই সম্মেলন স্থগিত করা হয়েছে। 

ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ রজব ১৪৪৭ হিজরি মোতাবেক ২৫ ডিসেম্বর ২০২৫ ঈসায়ী রোজ বৃহস্পতিবার বেলা ১২:০০টায় জামিয়ার আসাতেযায়ে কেরামের উপস্থিতিতে তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ-এর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেফাক ও হাইয়ার পরীক্ষার পরিবর্তিত তারিখ দস্তারবন্দী সম্মেলনের নিকটবর্তী হওয়ায় এবং নির্বাচন প্রাক্কালে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জামিয়ার ফুযালাদের বর্ষভিত্তিক প্রতিনিধিবৃন্দ সম্মেলনের পূর্বঘোষিত তারিখ মুলতবি করার আবেদন জানায়। জামিয়ার আসাতেযায়ে কেরাম ফুযালাবৃন্দের আবেদনকে যৌক্তিক মনে করায় দস্তারবন্দী মহাসম্মেলনের পূর্বঘোষিত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ ঈসায়ী তারিখ আপাতত মুলতবি করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনশাআল্লাহ, পরিস্থিতি বিবেচনা করে পরামর্শসাপেক্ষে দ্রুততম সময়ে পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ