ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে ইসলামী আট দলীয় জোটের কলেবর বৃদ্ধি পেতে পারে। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আসন সমঝোতায় আসতে চলা দলগুলোর মধ্যে এনসিপি যোগ দিতে চলেছে, এমন তথ্য জানিয়েছেন আট দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণা আসতে আরও দু-একদিন অপেক্ষা করতে হবে। যদি মনোনয়ন উত্তোলনের শেষ দিন পর্যন্ত আসন সমঝোতা সম্পন্ন না হয়, তখন প্রত্যাহারের আগেই দলগুলোর মধ্যে সমঝোতা হবে, এ বিষয়ে নেতারা জানান।
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার, এবং নির্বাচনের আগে গণভোটসহ মোট পাঁচটি দাবি নিয়ে গত সেপ্টেম্বর থেকে রাজপথে আন্দোলন করছে ইসলামী আন্দোলন, জামায়াত, ও খেলাফত মজলিসসহ আটটি দল।
আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কার্যকরভাবে ব্যবহার করতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় সম্পন্ন হতে যাচ্ছে। দু-এক দিনের মধ্যে এ উদ্যোগের ঘোষণার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে কিছু সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
নেতাদের বক্তব্য অনুযায়ী, এনসিপিসহ আরও কিছু দল নির্বাচনী আসন সমঝোতায় আগ্রহ প্রকাশ করেছে। এসব দলের আগ্রহকে গুরুত্ব দিয়ে আট দলের মধ্যে আলোচনা চলছে।
জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ‘অনেক দলের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে এবং এনসিপির সঙ্গেও যোগাযোগ রয়েছে। আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর দিকে এগুচ্ছি।’
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেছেন, ‘এনসিপিসহ আরও দুটি দল আমাদের সঙ্গে যুক্ত হলে আমি এটাকে ইতিবাচক মনে করি। এতে আমাদের প্ল্যাটফর্মটি শক্তিশালী হবে।’
নতুন দলগুলোর জন্য কোনো ছাড় দিতে প্রস্তুত আছেন উল্লেখ করে আট দলের নেতারা জানান, অভ্যুত্থানের চেতনা অব্যাহত রাখতে এই ঐক্যবদ্ধ জোট আগামী সংসদে ইসলামপ্রিয় জনগণের কাছে পাঠাবে।
এনএইচ/