শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৭ রজব ১৪৪৭


চলতি বছরে সউদী থেকে সবচেয়ে বেশি ফেরত পাঠানো হয়েছে ভারতীয়দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে সউদী আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে শনিবার এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে বিশ্বের ৮১টি দেশ থেকে মোট ২৪ হাজার ৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে সউদী আরব, যেখান থেকে একাই ফেরত পাঠানো হয়েছে প্রায় ১১ হাজার ভারতীয় নাগরিক।

চলতি বছরের আরেকটি আলোচিত ঘটনা ছিল যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বহিষ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৮০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ফেরত পাঠানো এসব ভারতীয়দের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এছাড়া অন্যান্য দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯ জন, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, তাদের অধিকাংশের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, বৈধ কাজের অনুমতি না থাকা কিংবা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। এসব কারণেই সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে মিয়ানমার ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে ফেরত পাঠানো ভারতীয়দের একটি বড় অংশ অবৈধভাবে সাইবার খাতে কাজ করার সময় আটক হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের ভেতরে ভারতীয়দের বিরুদ্ধে সবচেয়ে বেশি ধরপাকড় চালানো হয়েছে ওয়াশিংটন ডিসিতে। শুধুমাত্র এই এলাকা থেকেই ৩ হাজার ৪১৪ জন ভারতীয়কে আটক করে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া হোস্টন থেকে আরও ২৩৪ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ