শহীদ ওসমান হাদিকে স্মরণ করে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আবু উবায়দার নতুন গজল ‘ওসমান হাদি শহীদের রংকার’ প্রকাশিত হয়েছে। শনিবার সকালে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে গজলটি উন্মুক্ত করা হয়।
এর আগে শহীদ হাদিকে নিয়ে আবু উবায়দার প্রকাশিত গজল ‘হাদি তুই ফিরে আয়’ শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আবেগঘন কথা ও সুরে সেই গজলটি অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।
নতুন গজল ‘ওসমান হাদি শহীদের রংকার’-এ ন্যায়, ইনসাফ, আত্মত্যাগ ও শাহাদাতের চেতনা শক্তিশালী ভাষায় উঠে এসেছে। গজলের কথায় শহীদের আদর্শ ও সংগ্রামী চেতনার প্রতিফলন দেখা যায়। গজলের একটি অংশে বলা হয়েছে—
“হাসতে হাসতে শহিদি দরজা চান,
দেশের জন্য ফিদা ফিদা কোরবান
জীবন তুচ্ছ এক আনা দাম নাই,
ওসমান হাদি দুনিয়াতে একটাই।”
আরেকটি পুনরাবৃত্ত পঙ্ক্তিতে উচ্চারিত হয়েছে ন্যায়বিচারের অঙ্গীকার—
“ন্যায় ইনসাফ কায়েম করতে হবে,
জান দেবো তবু জুলাই দেব না তবে।”
গজলটিতে জুলুমবাজদের বিরুদ্ধে প্রতিবাদ, ইনকিলাবের আহ্বান এবং নতুন প্রজন্মের জাগরণের বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। শ্রোতাদের মতে, এটি শুধু একটি সংগীত নয়—বরং শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে কেন্দ্র করে সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর।
সমসাময়িক অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সংগীতের মাধ্যমে অবস্থান নেওয়ায় আবু উবায়দার এই উদ্যোগকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে দর্শক-শ্রোতারা।
এনএইচ/