শনিবার, ০৯ আগস্ট ২০২৫ ।। ২৫ শ্রাবণ ১৪৩২ ।। ১৫ সফর ১৪৪৭

শিরোনাম :
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মসজিদে নববীর ইমামের মতবিনিময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: শায়খে চরমোনাই সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি জমিয়তের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা বিকেলে, চলছে মতবিনিময় ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা  উত্তরায় খেলাফত মজলিসের ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেডিসিন বিতরণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা ‘চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ’ বাইতুস সালাম মসজিদ মাদরাসা কমপ্লেক্স -এ মুয়াজ্জিন নিয়োগ

শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি)

ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলের ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুপর্ণা লাহিরী ও দেবতোষ দাশ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।

তিনি বলেন, “রক্তদান মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। একজন রোগীর কাছে একজন রক্তদাতা যেন ফেরেশতার মতো। খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা নীরবে-নিভৃতে এই মহান কাজ করে যাচ্ছেন।”

এসময় বক্তারা বলেন, “রক্তদান শুধু একজন মানুষকে বাঁচানো নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব ও মানবিক কর্তব্য। তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।”

আলোচনা সভা শেষে খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবক হিসেবে রক্তদানে বিশেষ অবদানের জন্য হাফিজ মাসুম আহমেদ, মো. তুহিন আহমদ, মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, মো. ইব্রাহিম খলিল, আলাল আহমদ, মামুনুর রশীদ মাসুম, ওলিউর রহমান, আজমল হোসাইন, আশিকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান ও সৌরভ পালকে "সম্মাননা স্মারক" প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য খলিলুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ