শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

গাজায় একদিনে নিহত ৭২ ফিলিস্তিনি, আহত আরও ৩১৪


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরাইলি বিমান হামলায় গত একদিনে গাজায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩১৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার (৮ আগস্ট) দেওয়া তথ্য মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জনে।

মন্ত্রণালয় জানায়, হাসপাতালে আনা সম্ভব হওয়া নিহত ও আহতদের হিসেব এই সংখ্যায় ধরা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে আরও অনেক মৃতদেহ রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় সরঞ্জাম ও ইসরাইলি বোমাবর্ষণের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাস্তব নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ইসরাইলের সামরিক অভিযানের পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহেও কঠোর বাধা দিয়েছে, যার ফলে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান শুরু থেকে অপুষ্টি ও খাদ্যের অভাবে ২০১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৮ জন শিশু।

ত্রাণ নিতে গাজায় আসা ফিলিস্তিনিদের ওপরও ইসরাইলি সেনারা গুলিবর্ষণ করছে। এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে মোট ১ হাজার ৭৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে শুক্রবার ১৬ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার পর থেকে ইসরাইলি বাহিনী গাজায় দীর্ঘমেয়াদি অভিযান চালিয়ে আসছে। ১৫ মাসের যুদ্ধের পরে ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ১৮ মার্চ থেকে আবারো অভিযান শুরু হয়।

এদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গাজায় গণহত্যার মামলায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার কার্যক্রম চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ