গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাতে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, চারজন আসামির স্বীকারোক্তির ভিত্তিতে গভীর রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে শাহ জালালকে গফরগাঁওয়ের চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে এবং সুমনকে অন্য একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উপকমিশনার রবিউল হাসান জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর থেকে, আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে ভবানীপুর থেকে র্যাব গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক মামলার আসামি, তবে তাদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি। আসামিদের শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সন্ত্রাসীরা তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
এসএকে/