শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

ফরিদপুরের ভাঙ্গা থানায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বারি মসুর-৮ সংরক্ষণে ‘হার্মেটিক সাইলো ব্যবহার’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত ব্লকের পরিচালক মুরাদ হোসেনের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক মো. মতিউর রহমান, ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বায়েজিদ শেখ, মো. বেলায়েত হোসেন, সংশ্লিষ্ট কর্মকর্তা, মো. শাজাহান শেখ, মো. লুৎফর রহমান, এ্যাডভোকেট আবু সুফিয়ান জামি, মাহমুদুল হাসান মুস্তাকিন, মো. তোতা খলিফা, মো. মান্নান মোল্লা, মো. জাহাঙ্গীর, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক-কৃষানীগণ প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাদুজ্জামান বলেন, আমিষের ঘাটতি পুরনে মসুরের বিকল্প নেই। মসুরের মাঠ দিবসে কৃষকদের  উদ্যেশ্যে তিনি বলেন, বারি মসুর-৮ একটি জিংক সমৃদ্ধ ডাল। ডালের উৎপাদন বৃদ্ধি করে আমিষ এবং জিংকের ঘাটতি পুরনে সহায়ক ভূমিকা পালন করবে। অতিরিক্ত  উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন বলেন, কৃষকরা জিংক সমৃদ্ধ বারি মসুর -৮ চাষের মাধ্যমে জিংক ঘাটতি পুরন করতে সক্ষম হবে।সেই সাথে ডালের উৎপাদনের মাধ্যমে জনগোষ্ঠীর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি বীজ সংরক্ষণের জন্য একটি এনজিও সংস্থা কর্তৃক বিশেষ ধরনের বাতাস প্রতিরোধক টিনের বাক্স প্রদর্শন করেন।  উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন কৃষকদের বারি মসুর-৮ চাষে  কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রোগ প্রতিরোধে জিংক সমৃদ্ধ এ ডাল চাষাবাদ, বীজ সংরক্ষণে হার্মেটিক সাইলো (বাতাস প্রতিরোধক) ব্যবহারের  বিষয় তুলে ধরেন।

কৃষকদের জন্য সচেতনামূলক ক্যাম্পেইন করায় গ্রামবাসী সকলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্থানীয় সমাজ সেবক মো. মতিউর রহমান। 

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ