মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
প্রথমবারের মতো টাইফয়েডের টিকা পেল মাদরাসা শিক্ষার্থীরা পর্যটকদের দৃষ্টি কাড়ে কাপ্তাইয়ের পিলারবিহীন মসজিদ নোয়াখালীর সংঘর্ষের কথা বলে প্রচারিত মসজিদের ছবির সত্যতা কতটুকু? চবির পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে কোরআন বিতরণ আবারও ‍খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত স্বাধীন দেশে থেকেও আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ইসরায়েলকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইয়েমেনের  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর!

মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদরাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদরাসায় হামলা চালান চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন। খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিনজনকে আটক করেন।

আটককৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এরপর এই হামলার ঘটনা ঘটে। মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ