শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
রাজসাক্ষী হওয়ার শর্তে চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালের ক্ষমা ইসলামী আন্দোলনের গোলটেবিলে অন্য দলের যারা যোগ দিলেন  মিটফোর্ডে নৃশংস হত্যা, অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা: যুব মজলিস জুলাইয়ের আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিআরই একমাত্র সমাধান: পীর সাহেব চরমোনাই মিটফোর্ডে পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ  ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের ‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ

জামিআতুল বালাগ আলইসলামিয়া’য় ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মধ্যবাড্ডার একটি খালেছ দ্বীনী শিক্ষা ও গবেষণামূলক উচ্চতর ইসলামি শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান জামিআতুল বালাগ আলইসলামিয়া ঢাকা। একঝাঁক যোগ্য উস্তাযের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এ প্রতিষ্ঠান।

মাদরাসার ইফতা ও উলূমুল হাদীস বিভাগ মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে ২-৪ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী ও মুখলিস উস্তাযবৃন্দের তত্ত্বাবধান ও নিয়মিত দরস দানে পরিচালিত হয়। পাশাপাশি উভয় বিভাগে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ৭ শাওয়াল থেকে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে সীমিত কোটায় মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী তালিবুল ইলমদের ভর্তি নেবে এ প্রতিষ্ঠান।

বিস্তারিত:


১.উলূমুল হাদীছ (২ বছর মেয়াদী) ।
পরীক্ষার বিষয়: 
লিখিত: (ক) ফাতহুল বারী ১ম খন্ড (খ) শরহু নুখবাতিল ফিকার, (গ) সংক্ষিপ্ত প্রবন্ধ: বাংলা ও আরবী 
মৌখিক: ফন সংশ্লিষ্ট যে কোনো কিতাব।
 উলূমুল হাদীসে ভর্তির জন্য যোগাযোগ: মাওলানা মুহাম্মাদ মুসলেহুদ্দীন (০১৪০৬- ৫৬৮৬৪১)

২.আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদী)
 পরীক্ষার বিষয়: 
লিখিত: (ক) হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) । (খ) নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ্) (গ) সংক্ষিপ্ত প্রবন্ধ: বাংলা ও আরবী 
মৌখিক: হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও প্রাসঙ্গিক যে কোনো বিষয় ।
ইফতায় ভর্তির জন্য যোগাযোগ: মাওলানা মুফতী ছফিউল্লাহ (০১৮১৫-০৯৫৩৫০) 

৩. মাদানী নেসাব (১ম বর্ষ - ৪র্থ বর্ষ) 
৪. হিফয বিভাগ 
৫. নরানী ও নাযেরা বিভাগ 

সার্বিক যোগাযোগঃ মুহতামিম, মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী, ০১৮১৭-৫১০১৮০.

যাতায়াত: ঢাকার যেকোনো জায়গা থেকে বাড্ডা, শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ