সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নয়নকে নিয়ে অশোভন মন্তব্যে মানহানির মামলা খেলেন পাটওয়ারী নতুন নীতিমালা বাস্তবায়নে ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ : আইএসপিএবি দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার  ইরানে ভয়াবহ খরা, তীব্র পানি সংকটের আশঙ্কা তেহরানে  পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিলো জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

কোনো ফাঁদে পা দেওয়া কারো জন্যই সুখকর নয়: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বহু শহীদের শাহাদতের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে আমরা এখনো সংকট ও শংকামুক্ত হতে পারিনি। প্রতিনিয়তই নতুন নতুন চক্রান্ত ও গন্ডগোল বাঁধানোর পাঁয়তারা আমরা লক্ষ করছি। এমতাবস্থায় জাতীয় ইস্যুগুলোতে দলমত নির্বিশেষে সবার ঐক্য অপরিহার্য। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, পরাজিত শক্তির পুনর্বাসিত হওয়ার ক্ষেত্র তৈরি হওয়ার কোন ফাঁদে পা দেওয়া আমাদের কারো জন্যই সুখকর নয়।

আজ বুধবার (২৯ জানুয়ারি) মাদারীপুর জেলার শিবচর উপজেলা জমিয়ত আয়োজিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত মহাসচিব এ সব কথা বলেন।

নিয়মিত দাওয়াতি কাজ, দলের নীতি-আদর্শের প্রতি আনুগত্য ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সংগঠনকে সাংগঠনিক উপায়ে শক্তিশালী করতে না পারলে রাজনীতির মাঠে টিকে থাকা কঠিন। অতএব কাল বিলম্ব না করে দলকে মজবুত করতে সবাইকে আন্তরিক হতে হবে।

শিবচর পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে ও মাওলানা আবু সুফিয়ান এবং আলী হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল হক কাউসারী, সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমী, মাদারীপুর জেলা জমিয়তের সভাপতি মুফতী রাক্বীব হাসান উসমান, সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার ফারায়েজী, শিবচর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী জোবায়ের আহমাদ, জাজিরা উপজেলা জমিয়তের সভাপতি মুফতী আব্দুর রাজ্জাক, বন্ধুপ্রতীম সংগঠন ইসলামী আন্দোলন শিবচর উপজেলার হাফেজ মাওলানা আবু জাফর, মাওলানা আইয়ূব আলী কাসেমী, মাওলানা আলী আকবর ও মাওলানা আবুল খায়ের প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ