সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের ঝটিকা সফর ভাঙ্গায় ফের গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ আহত ৬০ সংগীত শিক্ষক বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ ভাইরাল বক্তা লাগবেই! ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো মামুনের মাথায় ইরান নির্মাণ করবে আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পাশে রাশিয়া প্রাথমিক বিদ্যালয়ে বাতিল হলো সংগীত শিক্ষক পদ  নয়নকে নিয়ে অশোভন মন্তব্যে মানহানির মামলা খেলেন পাটওয়ারী নতুন নীতিমালা বাস্তবায়নে ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ : আইএসপিএবি দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি

২১ ফেব্রুয়ারি কুমিল্লার চান্দিনায় ইসলামী সম্মেলনে যাচ্ছেন দেশ বরেণ্য আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কারী ইসমাঈল রহ. ফাউন্ডেশন, বায়তুস সুজুদ জামে মসজিদ ও জোয়াগ এলাকাবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২১ ফেব্রুয়ারি (বুধবার) কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সকাল ৯টায় শুরু হয়ে চলবে এশার নামাজের আগ পর্যন্ত।

সম্মেলনে কুরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাফেজ শহিদুল ইসলাম সাহাদ।

এছাড়া আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা ফজলে এলাহী পীর সাহেব উজানী,  শায়খুল হাদিস আল্লামা আব্দুর রহমান উজানী, আল্লামা আশেক এলাহি পীর সাহেব উজানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (বয়ান বাদ জোহর), মাওলানা আব্দুল বাসেত খাঁন, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (বয়ান বিকাল ৩টা), মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব আশরাফ (বয়ান সকাল ১১টা), মাওলানা ইসমাইল বোখারী কাশিয়ানী (বয়ান সকাল ১০টা), মুফতি রেজাউল করিম আবরার (বয়ান বাদ আসর), আবু ত্বহা মুহাম্মদ আদনান (বয়ান দুপুর ১২টা), মুফতি মোয়াবীয়া আল-হাবিবী, মুফতি আব্দুল কাইয়ুম আজাদী

সম্মেলনে সভাপতি হিসেবে থাকবেন মাওলানা মকবুল আহমাদ, শাইখুল হাদিস মাওলানা তাজুল ইসলাম, মুফতি নোমান আহমাদ, শাইখুল হাদীস মাওলানা মোস্তফা মাহমুদী।

ইসলামী সংগীত পরিবেশন করবেন আহমদ আব্দুল্লাহ, আবু ওবায়দা ও শেখ এনাম।

সম্মেলন বাস্তবায়নের জন্য মাওলানা আবুল কালাম দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে সম্মেলন সফল করার জন্য মারকাযুল ফোরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে দ্বীন প্রচারে ওয়াজ-মাহফিল ও ইসলামী সম্মেলনগুলো বড় ভূমিকা পালন করছে। জোয়াগ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা গত পাঁচ বছর ধরে এই সম্মেলন করে আসছি যেন সাধারণ মানুষের মাঝে দ্বীনি চেতনাকে আরো সমৃদ্ধ করা যায়। দেশবাসীর কাছে দোয়া চাই যেন সফলভাবে সবকিছু সম্পন্ন হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ