শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শিশুর বারবার ঠান্ডা লাগা: কারণ ও প্রতিকার জানুন ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেয়া হবে না: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

খুলেছে মাদরাসা: শিক্ষার্থীদের মনোযোগী করতে যে পরামর্শ দিলেন ৩ শিক্ষাবিদ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিন পর খুলেছে মাদরাসা। আবারো ফিরেছে প্রাণের স্পন্দন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবার মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘ দিন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন শিক্ষার্থীদের পুরোপুরি মনোযোগী করে তুলতে বিশেষ পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। দেশের শীর্ষ ৩ মাদরাসার নাজেমে তালিমাতের কথা বলে শিক্ষা পরামর্শ তুলে ধরেছেন আওয়ার ইসলামের প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম


 বিভিন্ন শিক্ষা পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা: 

 মুফতি আশরাফুজ্জামান: নাজেমে তালিমাত,জামিয়া রাহমানিয়া আরাবিয়া।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার নাজেমে তালিমাত (শিক্ষাসচিব) মুফতি আশরাফুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় পুরোপুরি মনোযোগী করে তুলতে শুরুতেই ইজতেমায়ীভাবে এবং ক্লাস শুরুর দিনগুলোতে তাদের বিশেষ নসিহত করা যেতে পারে। এছাড়া ক্লাসেও শিক্ষকরা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা পরামর্শ দিতে পারেন। এতে করে পড়াশোনার জন্য তাদের মনোযোগ  পুরোপুরি প্রস্তুত হবে- বলছিলেন তিনি।

[caption id="" align="aligncenter" width="279"]May be an image of book এই বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার অনন্য বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

দরস-তাদরিসের বাইরে কোন ধরনের ব্যস্ততা না রাখা:

মুফতি মকবুল হোসাইন কাসেমী: নাজেমে তালিমাত,জামিয়া মাদানিয়া বারিধারা।

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার শিক্ষা সচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী বলেছেন, দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, লম্বা ছুটি কাটিয়েছেন শিক্ষার্থীরা। সামনের দিনগুলোতে যেন সময় কোনভাবে নষ্ট না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা উচিত। দরস-তাদরিসের বাইরে কোন ধরনের ব্যস্ততা না রাখে এবং শিক্ষা কার্যক্রমেই পুরো সময় ব্যয় করা পরামর্শ দিয়েছেন  তিনি।

 

স্বাস্থ্যের  প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আগের থেকে বেশি মেহনত করা: 

মুফতী হেমায়েতুল্লাহ: নাজেমে তালিমাত,জামিয়া কারিমিয়া রামপুরা।

এদিকে রাজধানীর জামিয়া কারিমিয়া রামপূরার নাজেমে তালিমাত (শিক্ষাসচিব) মুফতী হেমায়েতুল্লাহ বলছেন,  দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছেন শিক্ষার্থীরা, যেহেতু শিক্ষাবর্ষের মোটামুটি একটা সময় পার হয়ে গেছে তাই, মাদ্রাসায় ফিরে শিক্ষার্থীদের পড়াশোনায় পুরোপুরি মনোযোগী হয়ে যাওয়া উচিত, আগে পড়াশোনায় ৫ ঘন্টা সময় দিল এখন তা বাড়িয়ে ৭ ঘন্টা করা কর্তব্য। এতে করে দীর্ঘদিনের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তিনি।

[caption id="" align="aligncenter" width="343"]May be an image of book and text এই বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার অনন্য বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

তবে সবকিছুর আগে নিজের স্বাস্থ্য ও সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন মুফতী হেমায়েতুল্লাহ।

এএ/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ