বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭


ইসিতে ঐক্যফ্রন্টের ১০ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’চেয়ে আবারও নির্বাচন কমিশনের সঙ্গে (ইসি) বৈঠক বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্ট নেতারা।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, আজ (মঙ্গলবার) দুপুরে ঐক্যফ্রন্টের শীর্ষ ১০ নেতা ইসিতে যাবেন। নেতাদের মধ্যে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ে তারা কথা বলবেন।

তিনি আরও জানান, প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে এবং এপর্যন্ত ধানের শীষের যত নেতাকর্মীকে আটক করা হয়েছে, এ নিয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তালিকা দেওয়া হবে এবং প্রতিকার চাওয়া হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ