বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭


ধামরাই উপজেলা ইমাম পরিষদের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ধামরাইয়ে উপজেলা ইমাম পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে মুফতি আশরাফ আলী সভাপতি এবং মাওলানা আব্দুল জলিল সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন।

(২৫ আগস্ট) দুপুরে উপজেলার ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি খলিলুর রহমান কাসেমী। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি আতিকুর রহমান, মুফতি সালাহউদ্দিন, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা জাকারিয়া।

ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ইমাম পরিষদের ১৩০ জন শুরা সদস্যের মধ্যে ১০৫ জন ইমাম ভোট প্রদান করেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে ধামরাই উপজেলা ইমাম পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ