বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭

শিরোনাম :
বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি বাংলাদেশ খেলাফত মজলিসের দক্ষিণখান থানা কমিটি গঠন গাজা সিটি দখলে অভিযানে ইসরাইল, একই পরিবারের পাঁচ জনসহ নিহত ৮১ অনুমতি ছাড়া মসজিদের ভিডিও করায় মডেলের বিরুদ্ধে মামলা ‘সৃজনশীল খেলাধুলার সংকট: আন্তর্জাতিক গবেষণার আলোকে বাচ্চাদের মেধা বিকাশে বাধা’ মাসবুক সাহু সেজদার সালামে শরিক হবে কি? নড়াইলে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার, নিহত ৩ রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন বাস্তবায়ন না চাওয়ার বিষয়ে ইসলাম কী বলে?

‘আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্মের কথা ছড়িয়ে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠান- আল্লামা জুনায়েদ বাবুনগরী  কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম শহরের রেলওয়ের সিআরবিতে তাসফিয়া গার্ডেন কনভেনশন হলে এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শানে সাহাবার চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজীর সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শানে সাহাবার  মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, বিভাগীয় যুগ্মমহাসচিব মাওলানা হামিদ হোসাইন আজিজি, কেন্দ্রীয় অডিটর মুফতি সালাহউদ্দিন ইয়াকুবী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফিরোজ উদ্দিন নসিমী, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ সংগঠনের চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলার নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য মাওলানা ক্বারী ফজলুল করীম জিহাদী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের চট্টগ্রাম মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইমদাদুল্লাহ কাবীর ভুঁইয়া প্রমুখ আলেমগণ।

কনফারেন্সে বক্তারা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন সর্বদলীয় মাসলাকের অনুসারীদের অনুসরণীয় ব্যক্তি। ইসলামের বিভিন্ন দলমতের প্রতি ছিল তাঁর সম্মান ও ভালোবাসা।  একদিকে শিক্ষাঙ্গনে তিনি ছিলেন কিংবদন্তি হাদিস বিশারদ, অন্যদিকে ইসলাম ও দেশদ্রোহীদের জন্য ছিলেন মূর্তিমান আতঙ্কের নাম। তিনি ছিলেন আদর্শ শিক্ষক ও আপসহীন নেতা। তাঁর জীবন ও কর্মের কথা সমাজে ছড়িয়ে দিলে তা হবে তরুণ প্রজন্মের জন্য শিক্ষনীয়। ইসলাম ও দেশপ্রেমে উজ্জীবিত হতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গবেষণা করার বিকল্প নেই।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ