বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা জেদ্দায় খেলাফত মজলিস আমিরের সংবর্ধনা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক রূপ পাচ্ছে ইফা আয়োজিত এবারের ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে এবারও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামি বইমেলার আয়োজন করা হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে মাসব্যাপী এই মেলা শুরু হবে। এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক রূপ পাচ্ছে এই বইমেলা। এতে অন্তত তিনটি দেশের পাঁচটি বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মাকতাবাতুল আজহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আজহারী এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

মাওলানা ওবায়দুল্লাহ আজহারী ফেসবুকে লিখেন-

বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে মাহে রবিউল আউয়ালের ইসলামি বইমেলা গত বছর বেশ সাড়া জাগিয়েছে। তখনই আমরা চেয়েছিলাম, মেলাটি আন্তর্জাতিক বইমেলার রূপ নিক। সে লক্ষ্যে আমরা দেশ-বিদেশের অনেকের সঙ্গেই নিবিড় যোগাযোগ করেছি।

এক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় আমাদের সহযোগিতা করেছেন। মেলা আয়োজক কমিটিও পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়েছে।

আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে, এবারের বইমেলায় লেবানন, মিসর ও পাকিস্তানের বিশ্ববিখ্যাত পাঁচটি লাইব্রেরি অংশগ্রহণ করবে।

বৈরুতের ইবনে হাযম লাইব্রেরির স্বত্বাধিকারী আহমাদ কুসাইবাতির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। মিসরের ইবদা ও ইবনুল জাউযির মালিক ওয়ালীদ আস-সাকার সঙ্গে আমরা দেখা করেছি।

দারুল কুতুব আল ইলমিয়্যার স্বত্বাধিকারী জিহাদ বাইতুনের সাথেও যোগাযোগ করা হয়েছে।

পাকিস্তানের সর্ববৃহৎ লাইব্রেরি মাকতাবাতু রশিদের মালিক মাওলানা মোহাম্মদ জাহিদকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি।

এভাবে মুআসসাতুর রিসালাহ আলামিয়্যাহসহ আমরা বিদেশি বিশ্ববিখ্যাত লাইব্রেরিগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এবারের বইমেলায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের কিতাব পাঠিয়ে দিয়েছেন। এবং ইনশাআল্লাহ জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে তারা স্বশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণ করবেন।

এজন্য আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, এবারের ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামি বইমেলায় আপনারা অবশ্যই আসবেন। বিদেশি লাইব্রেরিগুলোর কিতাবাদি কতটা সমৃদ্ধ ও সুন্দর তা অবশ্যই দেখে যাবেন। এবং এই মেলার কথা অন্যদেরকেও জানিয়ে আমন্ত্রণ করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ