ওয়ান উম্মাহ সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তরুণ কবি উসামা ওমরের কাব্যগ্রন্থ “অনলের নিচে মেঘ”-এর মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেটের আকাশ সাক্ষী ছিল এই বিশেষ আয়োজনের। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিদের প্রাণবন্ত বক্তব্যে জমে ওঠে পরিবেশ।
সিয়ানাহ ট্রাস্টের সভাপতি শায়েখ জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ বলেন, “উম্মাহর শক্তি শুধু অস্ত্র বা অর্থে নয়, বরং কলম আর চেতনায়। কবিতার মতো মাধ্যম দিয়েই আগামী প্রজন্মের জন্য নতুন পথরেখা আঁকা সম্ভব।”
সুলতানপুর জামিয়ার শায়খুল হাদীস তালেব উদ্দিন শমশেরনগরী হাফিজাহুল্লাহ সাহিত্যকে আত্মার দর্পণের সঙ্গে তুলনা করে বলেন, কাব্যের ভেতর দিয়েই সত্য, ন্যায় ও নৈতিকতার প্রতিফলন ঘটে।
জামিয়া রেঙ্গার সহকারী নাযিমে তালিমাত যহিরুল ইসলাম জাফলঙ্গী বলেন, “অনলের নিচে মেঘ” কেবল কবিতার সমাহার নয়, বরং এক আধ্যাত্মিক যাত্রার দলিল, যা তরুণদের অন্তরে সৎ সাহস জাগিয়ে তুলবে।
সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঠক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠান ভরপুর হয়ে ওঠে। কাব্যগ্রন্থ নিয়ে আলোচনায় উঠে আসে ভালোবাসা, প্রতিবাদ, মানবিকতা ও ইসলামী চেতনার বহুমাত্রিক রূপ। তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থ ঘিরে উপস্থিতদের চোখেমুখে ফুটে ওঠে নতুন প্রজন্মের সাহিত্যচেতনার দীপ্তি।
শেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের। ওয়ান উম্মাহ সোসাইটি ও উসামা ওমরের এই যাত্রা নতুন অধ্যায়ের সূচনা করল। সিলেটবাসীর স্মৃতিতে এ আয়োজন থেকে যাবে নান্দনিকতা, ঐক্য ও সৃজনশীলতার প্রতীক হয়ে।
এসএকে/