বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা জেদ্দায় খেলাফত মজলিস আমিরের সংবর্ধনা ও দোয়া মাহফিল

রমনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানাধীন ১৯নং ওয়ার্ডে মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ ইশা এক গুরুত্বপূর্ণ দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ২০০ জন নতুন ভাই সংগঠনের নীতি ও আদর্শের প্রতি একমত পোষণ করে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

ঢাকা মহানগর দক্ষিণের সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর পরিচালনায় দাওয়াতি মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৮ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফয়সাল আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামি আদর্শভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের এই আন্দোলন সফল করতে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মহল্লা, প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।’

এছাড়া কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, ‘বর্তমান অশান্ত সমাজে ইসলামই পারে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তাই প্রতিটি মুমিন মুসলমানকে খেলাফত প্রতিষ্ঠার এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করা আবশ্যক।’

অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আতিকুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দীন, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম পাপন, আমেলা সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম লিটন, ১৯ ওয়ার্ড সভাপতি জনাব মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি জনাব হারুনুর রশিদ, জনাব বাবু, জনাব খোকন এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভাইয়েরা।

দাওয়াতি মজলিস শেষে খেলাফত মজলিসের অগ্রযাত্রা বেগবান করতে বিশেষ দোয়া করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ