রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

‘শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা হুমকি দিচ্ছে- আমাকে রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় করে দেয়া হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমনটাই অভিযোগ করলেন আদালাতে দাঁড়িয়ে।

এছাড়াও তিনি তার উপর করা মামলাগুলো নিযে বলেন, শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে ছুটে চলছে।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে অসমাপ্ত বক্তব্যকালে এ দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন,  আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা প্রণয়ন করছে ক্ষমতাসীনরা।

তিনি বলেন, আমার মাঝেমধ্যে মনে হয়, শেখ হাসিনার কাছে জাদুরকাঠি আছে। সেই জাদুরকাঠির ছোঁয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম-চাঁদাবাজিসহ সব মামলা সরকারে আসার পর উঠে গেছে অথবা খারিজ হয়ে গেছে।

আমাদের কারো হাতেই তেমন কোনো জাদুরকাঠি নেই। কাজেই আমাদের বিরুদ্ধে করা মামলাগুলো সচল হয়েছে এবং আরো নতুন নতুন মামলা হচ্ছে।

খালেদা জিয়া আরও বলেন, অথচ দেশে কত গুরুত্বপূর্ণ মামলা বছরের পর বছর ঝুলছে। শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে ছুটে চলছে। যেন কেউ পেছন থেকে তাড়া করছে— শিগগির শেষ কর, একটি রায় দাও। অনেক মন্ত্রীকে বলতে শুনেছি- আমাকে দণ্ড দিয়ে কাশিমপুর কারাগারে পাঠাবে।

আদালতকে উদ্দেশ্য করে বিএনপি নেত্রী বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীদের অনেক সদস্য এবং শাসক দলের অনেক নেতা আমাকে দোষী সাব্যস্ত করে বক্তব্য দিয়েছেন। আমাকে অভিযুক্ত করে বিরূপ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা এসব মামলার রায় কী হবে, তা আগাম জানেন।

খালেদার গাড়িতে হামরায় বিএনপির ১৩ নেতা আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ