চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১২৬ কোটি মার্কিন ডলার (১.২৬ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যা প্রায় ১৫ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগস্টের এই প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের অংক আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বেড়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে।
গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ডলার, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি। আর সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ হয়েছে, ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে। ধারাবাহিক এ প্রবাহ দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনেছে।
এমএইচ/