শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে আল্লামা আরশাদ মাদানীর বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী

স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তিতে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বলেছেন, হিন্দু-মুসলমান নির্বিশেষে সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। ধর্ম, বর্ণ, গোষ্ঠী কিংবা ভাষার বিভাজন তখন ছিল না; সবার লক্ষ্য ছিল একটিই— দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। আর এ ঐক্যের শক্তিই এনে দিয়েছিল স্বাধীনতার অমূল্য উপহার।

আজ রোববার বিকেল ৩টায় এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

আল্লামা মাদানী বলেন, স্বাধীনতার সাত দশক অতিক্রম করার পরও ভারত এক ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে। সমাজে ক্রমেই বাড়ছে বিভাজন, বৈরিতা ও ঘৃণার বিষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেন—
“কোনো জাতি ঘৃণার ভিত্তির ওপর টিকে থাকতে পারে না। একটি রাষ্ট্র বা জাতির প্রকৃত শক্তি নিহিত থাকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মানবিকতা ও সহমর্মিতায়। এখনো যদি ঘৃণার বিষ নির্মূল করা না হয়, তবে এই দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।”

জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি আরও বলেন, “আমরা পাহাড়সম দৃঢ়তায় এই নীতির ওপর অটল আছি— যতদিন জাতির অন্তরে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক ভালোবাসা টিকে থাকবে, ততদিন দেশ এগিয়ে যাবে। কিন্তু যদি বৈষম্য ও ঘৃণা দূর না করা হয়, তবে দেশের জন্য ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।”

শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, ইউ.পি. ইন্ডিয়া

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ