মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৫ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান। সিরাত সাহিত্যের এই গুরুত্বপূর্ণ সংযোজনের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে আওয়ার ইসলাম স্টুডিওতে বাদ মাগরিব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নাসিম আরাফাত, গ্রন্থটির লেখক মাওলানা যাইনুল আবিদীন, ইয়াহয়া ইউসুফ নদভী, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদিন বাবর, কবি মুনীরুল ইসলাম, আমিন ইকবাল, হুমায়ুন আইয়ুব, হাবিবুর রহমান খানসহ খ্যাতিমান লেখকগণ।

গ্রন্থটির লেখক মাওলানা যাইনুল আবিদীন বলেন, “আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থটি সিরাত সাহিত্যের ভাণ্ডারে একটি নতুন সংযোজন। এতে সহজ ভাষায় নবীজির জীবনী তুলে ধরা হয়েছে। বইটি পাঠকের হৃদয়ে ভালোবাসা জাগাবে এবং তরুণ সমাজকে রাসূলুল্লাহ ﷺ এর আদর্শে অনুপ্রাণিত করবে বলে আশা করি। সোমবার বাদ মাগরিব আওয়ার ইসলাম স্টুডিওতে আনুষ্ঠানিক পাঠ উন্মোচন হবে। সবাইকে এই অনুষ্ঠানে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

আয়োজকরা জানিয়েছেন, পাঠ উন্মোচন অনুষ্ঠানে বইটির বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং সিরাত সাহিত্য নিয়ে অতিথিদের মূল্যবান আলোচনা থাকবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ