গাজার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, এ চালানসহ এখন পর্যন্ত গাজার উদ্দেশে দেশটির পাঠানো ত্রাণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯১৫ টনে। খবর জিও নিউজ।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে এনডিএমএর উদ্যোগে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে এই সহায়তা পাঠানো হয়। আল-খিদমত ফাউন্ডেশনের সহযোগিতায় ত্রাণ বিতরণের সমন্বয় করা হয়। চালানে আটা, রান্নার তেল, প্রস্তুত খাবার, জ্যাম ও ফলের ককটেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।
ত্রাণবাহী বিমানটি লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে মিশরের আল-আরিশ হয়ে গাজায় পৌঁছায়।
বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার মালিক মুহাম্মদ আহমেদ খান, এনডিএমএ ও আল-খিদমত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটি গাজার জন্য পাকিস্তানের পাঠানো ১৯তম ত্রাণ চালান। ইসরায়েলি হামলায় সৃষ্ট মানবিক সংকট ক্রমেই তীব্র হওয়ায় এ সহায়তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ।
এমএইচ/