রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

প্রধান বিচারপতির অভিযোগের সুরাহা না হলে দায়িত্ব নিতে পারবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১টি অভিযোগ উঠেছে। এসবের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব নিতে পারবেন না।

কিছু রাজনৈতিক মহল ইস্যু না পেয়ে খড়কুটো দিয়ে ইস্যু সৃষ্টি করেছে বলেও তিনি অভিমত দেন।

রবিবার সচিবালয়ে আইনমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেঞ্চের পাঁচজন বিচারক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুরাহা না পর্যন্ত তার সঙ্গে বিচার কাজে বসবেন না বলে জানিয়েছেন। সুতরাং তিনি দেশে ফিরে দায়িত্ব গ্রহণ করতে পারবেন কিনা তা এখানে অস্পষ্ট। কারণ তিনি তো আর একা বেঞ্চ চালাতে পারবেন না।’

আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে তার সবগুলো দুর্নীতি সংক্রান্ত। এগুলো অনুসন্ধান করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দুদক এসব বিষয়ে অনুসন্ধান করবে। যদি সত্যতা পাওয়া যায় তবে মামলা হবে। মামলার পর তদন্ত হবে এবং এরপরই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। সব কিছুই আইন অনুযায়ী হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

তিনি আরও বলেন, ‘ষোড়শ সংশোধনীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃস্থাপন করা হয়েছে। আমার মনে হয় এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিষয় নয়। যতক্ষণ পর্যন্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা ১১টি অভিযোগের সুরাহা না হবে ততদিন এ সমস্যার সমাধান হবে না।’

সংবাদ সম্মেলনের শুরুতে রাষ্ট্রপতির কাছে দেয়া প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটির আবেদন ও এ সংক্রান্ত কিছু ফরোয়ার্ড চিঠি পড়ে শোনান আইনমন্ত্রী। চলমান বিতর্কে নিজেকে হতভম্ব দাবি করে আইনমন্ত্রী বলেন, একজন ছুটি চেয়েছেন। তার এগেইনেস্টে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে বিতর্কের কিছু নাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ