শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ।। ৫ পৌষ ১৪৩২ ।। ২৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল, খুলে দেয়া হলো সংসদ ভবনের গেট জানা গেল কে পড়াবেন শহীদ ওসমান হাদির জানাজার নামাজ হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক শরীফ ওসমান হাদিকে নিয়ে শিল্পী আবু উবায়দার নতুন গান শহীদ ওসমান হাদির শেষ গোসল দেবে আল-মারকাজুল ইসলামী নূরানী বোর্ডের ফল প্রকাশ ও স্কলারশিপের ঘোষণা অনুষ্ঠান শুরু ওসমান হাদির জানাজা ঘিরে ১ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’সহ কঠোর নিরাপত্তা ওসমান হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন: জামায়াত আমির সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া শহীদ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত হলেন অধ্যাপক তাজিন আফরোজ

তুরস্কে পৃথিবীর বৃহৎ সামরিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কে আয়োজিত পৃথিবীর অন্যতম বৃহৎ সামরিক মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ মেলায় অংশ নিয়ে দেশের অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সাফল্য ভিডিও ও ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরে।

 ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর প্রধান কনসাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম সামরিক মেলা যেখানে ৫৩টি দেশ থেকে প্রায় ৮০০ কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাফল্য তুলে ধরার জন্য এ মেলায় অংশ নেই এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সাফল্য ভিডিও ও ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শন করেছি।

চারদিন ব্যাপী এ মেলা ৯ মে শুরু হয়ে ১২ মে শেষ হয়েছে।

‘আমার পোলা আকাম করছে তো হইছে আমিও তো করি?’

অধিকৃত কাশ্মীরে আর কোনো লাশ না পড়ুক: এরদোয়ান

তিনি বলেন, এ মেলায় মেজর জেনারেল মাসুদ রাজ্জাকের নেতৃত্বে সশস্ত্রবাহিনীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

এর ফলে আমাদের দুইটি উদ্দেশ্য পূরণ হয়েছে। প্রথমত বিশ্বের ৫৩ দেশের কাছে বাংলাদেশের সাফল্য তুলে ধরা সম্ভব হয়েছে এবং দ্বিতীয়ত তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।

মনির বলেন, ইস্তান্বুলে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলডিরিম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ