শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যেসব আমলে নবীজি সা. এর স্বপ্ন দর্শনের আশা করা যায় দিঘলিয়ায় হাতপাখা প্রতীকের উঠান বৈঠক ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৫: বিশ্লেষণ ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নামধারীদের বিরুদ্ধে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকতে হবে: জাতীয় উলামা কাউন্সিল গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত ৪ দক্ষিণ বাসাবো বালুর মাঠে শুরু হলো জাতীয় তাফসীরুল কুরআন মাহফিল আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আন্দোলনরত ৮ দলের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন বিশ্ব পাইলস দিবস : কোষ্ঠকাঠিন্য থেকে জটিলতা—সমাধানে সচেতন ও পরিকল্পিত জীবনধারা

এইচএসসির ফল প্রকাশ : পাশের হার ৭৪.৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hsc

 

আওয়ার ইসলাম : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সারসংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এবার সারা দেশে পাশের হার ৭৪.৭০। মোট জিপিয়ে প্রাপ্তের সংখ্যা ৫৮২৭৬।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান  জানিয়েছেন, ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবারও পরীক্ষার্থীরা ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেটে ফল পাঠানো হবে। শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো এবার পরীক্ষার্থীরা জিপিএ’র পাশাপাশি মোট এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও জানতে পারবে। তবে আমরা হয়তো কাল (আজ) নম্বরটা দিতে পারব না। পরশু (শুক্রবার) হয়তো দিতে পারব। এটা সার্ভারের লোড ম্যানেজমেন্টের কারণে। আমরা ধারণা করছি, সব একবারে দিতে গেলে সার্ভার লোড বহন করতে পারবে না। এ কারণে এ বিলম্ব।’

তিনি আরও বলেন, ‘তবে তারপরও রাতে এ বিষয়ে মিটিং আছে। বিষয়টি আমরা কালকে (আজ) মাননীয় মন্ত্রীর সংবাদ সম্মেলনে জানাতে পারব।’ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্যা বলেন, আগের মতোই রোল নম্বর দিয়ে প্রাপ্ত জিপিএ জানা যাবে। তবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আলাদা লিংকে সার্চ করে নম্বর জানা যাবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। শেষ হয় ২২ জুন। সেই হিসাবে এবার ৫৬তম দিনে এ ফল প্রকাশ পাচ্ছে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

ইন্টারনেটে-মোবাইলে ফল : শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ