বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন অন্তর্বর্তী সরকারের ১২ মাসে ১২টি সাফল্য তুলে ধরলেন প্রেসসচিব ঢাকা-উত্তরবঙ্গ সড়ক বন্ধের হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেফতার মাদ্রাসায়ও ফিরছে বৃত্তি পরীক্ষা, পাঁচ বিষয়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি এআই’র দাপটে চাকরি হারাচ্ছে লাখো তরুণ জুলাই ঘোষণা পত্রে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে

জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের সাথে  বৈষম্য করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থীদের সাথে বৈষম্য করা হয়েছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।

বুধবার (৬ আগস্ট)  বার্মিংহামের একটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার  বৈঠকে নেতৃবৃন্দ এই প্রতিক্রিয়া জানান।

নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি। এতে মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।ঘোষণাপত্রে ৭১,৭৫ ও ৯০ এর আন্দোলন সংগ্রামের কথা থাকলেও অত্যন্ত পরিকল্পিত ভাবে ১৯৪৭-এর বিপ্লবী অধ্যায়,পিলখানা ট্র্যাজেডি ও ২০১৩-এর শাপলা চত্বর গণহত্যা, ২০২১ সালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন মত ঐতিহাসিক ঘটনা গুলোকে বাদ দেওয়া হয়েছে।যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। 

তারা আরও বলেন, আলেম সমাজ,মাদরাসার ছাত্র,ইসলামি দল ও বিভিন্ন দেশে প্রবাসীদের আন্দোলনের অবদানকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার ফলে এ ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধনের জোর দাবী জনাই।

সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, ব্যারিষ্টার মাওলানা ছালেহ আহমদ হামিদী, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান,মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান রহমান, প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ