রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প (ডিপিপি) অনুমোদনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ডিপিপি অনুমোদনের আশ্বাস না পেলে রোববার (১০ আগস্ট) থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৯ বছরেও বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হয়নি। বর্তমানে তারা একটি ভাড়া ভবনে নানামুখী দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সাত দফায় ডিপিপি সংশোধনের মাধ্যমে প্রকল্প ব্যয় ৯ হাজার ২৩৪ কোটি টাকা থেকে কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা করা হলেও সেটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি।
শিক্ষার্থী মিজানুর রহমান মিলন বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের প্রতি অবিচার করা হচ্ছে। শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, বাস্তব কোনো অগ্রগতি নেই। তাই বাধ্য হয়ে এবার রাস্তায় নামছি।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসানসহ অনেকে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি পালন করেন এবং ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি নানা অব্যবস্থাপনা ও অবহেলার শিকার হয়ে আসছে বলে অভিযোগ অংশগ্রহণকারীদের। গত ২৬ জুলাই থেকে দাবি বাস্তবায়নে নতুন করে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধ, মানববন্ধন, সাংস্কৃতিক প্রতিবাদ ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
তাদের এ দাবির সঙ্গে সংহতি জানিয়েছে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অনেক সদস্য। আন্দোলনকারীরা জানান, দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচিতে যাবেন তারা।
এসএকে/