বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমিয়তের ৫ আগস্টের বিজয় একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না : তারেক রহমান গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিডনি ও মেলবোর্নে নানা আয়োজন অন্তর্বর্তী সরকারের ১২ মাসে ১২টি সাফল্য তুলে ধরলেন প্রেসসচিব ঢাকা-উত্তরবঙ্গ সড়ক বন্ধের হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেফতার মাদ্রাসায়ও ফিরছে বৃত্তি পরীক্ষা, পাঁচ বিষয়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা মানবাধিকার কমিশনের চুক্তি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে জমিয়তের স্মারকলিপি এআই’র দাপটে চাকরি হারাচ্ছে লাখো তরুণ জুলাই ঘোষণা পত্রে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা হয়েছে

ফেব্রুয়ারিতে নির্বাচন, দাওরায়ে হাদিস পরীক্ষার কী হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হয়েছে, রোজার আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করতে। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির শুরুর দিকেই ইসি নির্বাচনের তারিখ ধার্য করবে। 

এদিকে কওমি মাদরাসা শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া ইতোমধ্যে দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে আল-হাইয়্যা জানিয়েছে, আগামী বছরের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে সোমবার, ১৩/১৪ শাবান ১৪৪৭ হিজরি, ২ ফেব্রুয়ারি ২০২৬। শেষ হবে বৃহস্পতিবার, ২৩/২৪ শাবান ১৪৪৭ হিজরি, ১২ ফেব্রুয়ারি ২০২৬। তবে ৬ ফেব্রুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারির শুরুর দিকেই নির্বাচন করতে চায়। সংস্থাটি দুটি সম্ভাব্য তারিখও ঠিক করে রেখেছে। তারিখ দুটি হলো ৫ ফেব্রুয়ারি কিংবা ১২ ফেব্রুয়ারি। রমজান শুরু যেহেতু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এজন্য অন্তর্বর্তী সরকার চাচ্ছে, ভোটের পর রোজা শুরু হওয়ার আগেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। এ হিসেবে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই নির্বাচন হওয়ার প্রবল সম্ভাবনা। 

এদিকে ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হলে দাওরায়ে হাদিস পরীক্ষা নিয়ে দেখা দেবে সংকট। কেননা নির্বাচনের সময় এই পরীক্ষা নেওয়া সম্ভব না। এছাড়া নির্বাচনের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। আর তফসিল ঘোষণার পর পুরো দেশ নির্বাচনমুখী হয়ে পড়বে। যেহেতু অনেক বছর পর এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে এজন্য অন্য যেকোনো বারের চেয়ে এবারের ভোটের আমেজ থাকবে অন্যরকম। 

দাওরায়ে হাদিসের পরীক্ষার ঘোষিত সময়সূচির মধ্যে নির্বাচনী ডামাডোল বেজে ওঠায় দুশ্চিন্তায় পড়েছেন পরীক্ষার্থী এবং বোর্ড কর্তৃপক্ষ। ফেব্রুয়ারির শুরুতে ভোট হলে পরীক্ষার সময়সূচি নিয়ে হাইআ কর্তৃপক্ষকে নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছে একটি সূত্র। ইতোমধ্যে মুরব্বিদের মধ্যে এ ব্যাপারে আলোচনা শুরু হয়েছে।

শুধু দাওরায়ে হাদিসই নয়, বেফাক বোর্ডসহ বিভিন্ন বোর্ড এবং মাদরাসার পরীক্ষা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কেননা কওমি মাদরাসাগুলোর পরীক্ষা হয়ে থাকে শাবান মাসে। কোনোভাবেই এটি পেছানোর সুযোগ নেই। কেননা রমজানের পর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যায়। এদিকে শাবান মাসে নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য কীভাবে নির্বাচনী আমেজের মধ্যে যথাযথভাবে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে ভাবছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ