বাংলাদেশ খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে আগামীকাল ১৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমীর, শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
এ উপলক্ষ্যে দেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম থেকে একজন রিপোর্টার ও একজন ক্যামেরাম্যান প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। যাতে করে অনুষ্ঠানটি যথাযথভাবে কভার ও প্রচার করা যায়।
স্থান: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়,
৫৯/৩/৩, পুরানা পল্টন (৫ম তলা), ঢাকা-১০০০।
তারিখ ও সময়: ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১১:০০টা।
এমএইচ/