মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


ঐতিহ্যবাহী লালমাটিয়া মাদরাসার শাইখুল হাদিস হাসপাতালে ভর্তি, দেশবাসীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মাহবুবুল হক কাসেমী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

সোমবার (১৪ জুলাই) তিনি জানান, কিডনিজনিত অসুস্থতার কারণে বর্তমানে তিনি মিরপুরের কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার এখানেই তার অপারেশন হবে। 

আল্লামা কাসেমীর বড় ছেলে মাসরুরুল হক জানিয়েছেন, তার বাবা (আল্লামা মাহবুবুল হক কাসেমী) দীর্ঘ ৭ বছর ধরে কিডনিজনিত অসুস্থতায় ভুগছেন। মঙ্গলবার তার অপারেশন হবে। এজন্য তিনি তার সকল ছাত্রসহ দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

আল্লামা মাহবুবুল হক কাসেমী হাদিসের একজন বরেণ্য উস্তাদ। তার প্রাঞ্জল দরসের অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রয়েছেন। তিনি বিগত ৪০ বছর যাবত হাদিসের অন্যতম প্রধান গ্রন্থ বুখারি শরিফের দরস প্রদান করে আসছেন। লালমাটিয়া মাদরাসাতেই তিনি গত ২৫ বছর ধরে দ্বীনের এই মহান খেদমত আঞ্জাম দিচ্ছেন। তার কাছে বুখারি শরিফ পড়েছেন, দেশ ও দেশের বাইরে এমন ছাত্রের সংখ্যা অগণিত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ