সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬


স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ স্পেন এর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বার্সলোনার মধুর কেন্টিনে স্পেন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আহাদ এর  সভাপতিত্বে ও মাওলানা কাওসার আহমদের পরিচালনায় এই কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর মহাসচিব মুফতি মাওসুফ আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা এখলাসুর রহমান, ইউরোপ জমিয়ত লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, ইউরোপ জমিয়তের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল। 

কাউন্সিলে মাওলানা আব্দুল আহাদকে সভাপতি, মাওলানা আলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক, মাওলানা কাওছার আহমদকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদী কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মুফতি মাওসুফ আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা শরফ উদ্দিন আজাদ,মাসরুর আহমদ, মাওলানা আব্দুল কাদির আল মাহাদী, মাওলানা আজিমুল ইসলাম সেলিম, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা হুজায়ফা ইামাম দারুল আমান জামে মসজিদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সালেহ আহমদ,মাওলানা নেছার আহমেদ, মাওলানা জাহেদ আহমদ, মাওলানা বদরুল হক, হাফিজ শাহিদুল হক, হাফিজ আব্দুল মজিদ,আব্দুল মোহাইমিন, মাহবুবুর রহমান, হীরা আলম, শেলান আহমদ, শফি আহমদ, আবুল কালাম,সিদ্দিকুর রহমান, বশির আহমদ, নাজমুল ইসলাম, সুহেল আহমদ, বজলুর রহমান, মাসুম আহমদ, শাহেদুল ইসলাম, মুহিবুর রহমান, বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম, বেলাল আহমদ, মাহমুদুল হাসান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ