বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
গোলাপগঞ্জে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা সিরিয়ায় ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল ষড়যন্ত্রমূলক জঙ্গি মামলার প্রতিবাদে সরব হওয়ার আহ্বান আসিফ আদনানের সাজানো জঙ্গি মামলা প্রত্যাহারের দাবিতে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন পতিত ফ্যাসিস্ট-খুনীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: খেলাফত মজলিস ঢাকা-১৮ আসনে রিকশা প্রতীকে মনোনয়ন পেলেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে: জামায়াত

ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান এক জোরালো বক্তব্যে ভারতকে সতর্ক করে বলেছেন, যদি ভারত কোনো দুঃসাহসিক অভিযান চালায়, তবে পাকিস্তান ১৯৬৫ সালের যুদ্ধের মতোই জবাব দেবে। শনিবার লাহোরের ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান ময়দানে অনুষ্ঠিত “জাতীয় ফিলিস্তিন ও পাকিস্তান রক্ষা সম্মেলনে” তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তব্যে তিনি বলেন, “সাহস থাকলে সামনে এগিয়ে আসুন; আমরা আপনাকে ১৯৬৫ সালের মতো জবাব দেব।”

তিনি দাবি করেন, ভারত পাহেলগাঁও ঘটনার মতো ঘটনাকে অজুহাত বানিয়ে পাকিস্তানকে হুমকি দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তার মতে, পাকিস্তান এমন হুমকিতে ভীত নয় এবং প্রয়োজনে জবাব দিতে

মাওলানা ফজলুর রহমান তার বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের জনগণের দুরবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।”

তিনি আরও জানান, পাকিস্তানের জনগণ সবসময় ফিলিস্তিনিদের সংগ্রামের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি দখলদার ইসরায়েলকে ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার সময় থেকেই ইসরায়েলের অস্তিত্ব মানে না।

ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে মাওলানা বলেন, “ইসরায়েল এখন শিশুদের হত্যার মাধ্যমে আত্মরক্ষার ভান করছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে।”

আন্তর্জাতিক বিচার ব্যবস্থার দ্বিমুখী আচরণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যদি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তবে কেন তিনি এখনো মুক্তভাবে চলাফেরা করতে পারছেন? তিনি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের উদাহরণ টেনে পশ্চিমা বিশ্বের নৈতিক দ্বৈতনীতির কঠোর সমালোচনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ