মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশন পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক শূরা সদস্যের উপস্থিতিতে আয়োজিত এ অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ। ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যুক্ত ছিলেন সংগঠনের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দিন আহমদ। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

শূরার অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউকে’র সভাপতি শাইখুল হাদিস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী। এছাড়া বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অধস্তন শাখাসমূহের রিপোর্ট পেশ করেন সংশ্লিষ্ট শাখার নেতৃবৃন্দ। পরবর্তীতে রিপোর্টের উপর পর্যালোচনা ও পরামর্শ প্রদান করেন শূরা সদস্যরা। সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা রেজাউল হককে সভাপতি এবং মুফতি ছালেহ আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।

পরে নবনির্বাচিত নেতৃত্বের সাথে পরামর্শক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ও ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

অধিবেশনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, উদ্বোধনী বক্তব্য, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বায়তুলমাল রিপোর্ট, দায়িত্ব হস্তান্তর, হেদায়েতি বক্তব্য, দু’আ ও মোনাজাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, হাফিজ মন্জুরুল হক, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদসহ শাখাসমূহের নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ