বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

নিকাব পরা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনস্থ সমাজতত্ত্ব-২ পরীক্ষায় অংশগ্রহণকারী একজন অন্তঃসত্ত্বা ছাত্রী নিকাব খুলতে অস্বীকৃতির কারণে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

১৪ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা পালনের কারণে একজন অন্তঃসত্ত্বা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

ইসলামী অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের ধর্ম ও সাংবিধানিক অধিকার। একজন শিক্ষার্থী যদি পর্দা রক্ষা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে তাঁর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উচিত ছিল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু উল্টো, তাঁকে অপমানিত ও হয়রানি করা হয়েছে, যা মানবাধিকার ও নৈতিকতার চরম লঙ্ঘন।’

আমরা মনে করি, এই ধরনের ঘটনা আমাদের সমাজের ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার নৈতিক পরিবেশের পরিপন্থী। এটি একদিকে যেমন একজন মুসলিম নারীর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অন্যদিকে তা সমাজে ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করতে পারে।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল শিক্ষার্থীর ধর্মীয় অধিকার রক্ষা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ