ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষামন্ত্রী মৌলভী ইয়াকুব মুজাহিদ বলেছেন আফগানিস্তান যুদ্ধ চায় না, তবে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করলে এই জাতি নীরব থাকবে না।
১৯ অক্টোবর দোহা থেকে একটি অনলাইন সংবাদ সম্মেলনে এই সব কথা বলেছেন ।
ইমারতে ইসলামিয়ার ঐতিহাসিক সুদৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, পূর্ববর্তী আগ্রাসনের সময় দেশকে রক্ষার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন আফগান মুজাহিদগণ। আমরা কাউকে আমাদের ভূখণ্ড লঙ্ঘন বা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে দেব না। আমাদের কথা ও কাজের মধ্যে কোনও গড়মিল নেই।
ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতির বিষয় স্পষ্ট করে আরো বলেছেন, একটি রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য অন্য কোনও রাষ্ট্রকে সমর্থন করা আমাদের নীতি নয়। এছাড়া পাকিস্তান ও ইমারতে ইসলামিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক যথারীতি অব্যাহত থাকবে।
কাল্পনিক ডুরান্ড লাইন প্রসঙ্গে তিনি বলেন, এই যুদ্ধবিরতি চুক্তিতে কাল্পনিক ডুরান্ড লাইন প্রসঙ্গে কোনও আলোচনা বা সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল না। কাল্পনিক ডুরান্ড লাইনের বিষয়ে আফগান জনগণ নিজেরাই সিদ্ধান্ত নেবেন। দোহা চুক্তির বিবৃতিতে ডুরান্ড ‘লাইন’ শব্দের পরিবর্তে ভুলভাবে ডুরান্ড ‘সীমান্ত’ শব্দ ব্যবহার হয়েছে।
এনএইচ/