বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। ভারতে আশ্রয় নিয়ে ওই দেশের গণমাধ্যম, সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশকে সারা বিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও মিথ্যা। ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা এখনো তৎপর। রাজনৈতিক দলগুলো আগামীর  বাংলাদেশ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

আজ শনিবার সকালে পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আইনজীবী পরিষদের নির্বাহী পরিষদের এক সভায় নেৃতৃন্দ এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট  আব্দুল হামিদ, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, অ্যাডভোকেট  আব্দুল মান্নান প্রমুখ নেতৃত্ববৃন্দ।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও বলেন, গত ৫৩ বছরে যারা রুটেপুটে খেয়েছে এবং দেশকে যারা দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করেছেতাদের বিচার করতে হবে। সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, আইনের সংস্কার করা এই বিষয়গুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়নি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ