শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ ।। ১৯ আশ্বিন ১৪৩২ ।। ১২ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত: ডা. শফিকুর হামাস: ট্রাম্প পরিকল্পনায় সরাসরি সমর্থন নয়, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমাধান ট্রাম্পের প্রতিক্রিয়ায় বিস্মিত নেতানিয়াহু, লাপিদের চোখে "অভূতপূর্ব সুযোগ" গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনির প্রাণহানি বাবুনগরীকে নিয়ে যা বললেন এনায়েতুল্লাহ আব্বাসী জানা গেল আগামী বছরের রোজার শুরুর সম্ভাব্য তারিখ নামাজের প্রস্তুতিকালে ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৭ শিক্ষার্থী নিহত জামিআ মদীনাতুল উলুম ঢাকার ফুজালা সম্মেলন ১০ অক্টোবর ইসরাইলপন্থি ৬ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

যারা পূজা আর রোজাকে একই বলে তাদের ভোট দেবেন না: হেফাজত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর এক নেতা রোজার সঙ্গে পূজার মিল করার কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এজন্য দলটিকে ভোট না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

হেফাজত আমির বলেন, ‘কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এজন্য সামনের নির্বাচনে তাদের (জামায়াত) ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।’

জামায়াতে ইসলামীর সমালোচনায় সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন হেফাজত আমির। গত ৪ আগস্ট ফটিছড়ির নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছিলেন, ‘জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়’।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘তারা মদিনার ইসলাম নয়; বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ